টঙ্গীতে পেট্রলবোমাসহ দুই যুবক গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে পেট্রলবোমাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে টঙ্গী পশ্চিম থানার স্টেশন রোড এলাকায় মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতার হওয়া দুজন হলেন আ. রহিম (২৫) ও মো. মবিন (২১)।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, শনিবার রাত প্রায় ১টা ২০ মিনিটে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক মনোহর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে টহল দিচ্ছিলেন। এ সময় এম টি টায়ার সেন্টারের সামনে দুই যুবককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তাদের থামানো হয়। পরে তল্লাশিতে তাদের কাছ থেকে একটি পেট্রলবোমা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা নিজেদের টোকাই বলে পরিচয় দেয়।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গীপশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন-অর-রশীদ বলেন, গ্রেফতার দুজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








