Logo

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
১৮ নভেম্বর, ২০২৫, ১৫:০৩
21Shares
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে।

জানা গেছে, উপজেলার বিএনপির উদ্যোগে মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে একটি আনন্দমিছিল বের করা হয়। মিছিলটি বাড়ির কাছে পৌঁছালে ২০ থেকে ৩০ জনের একটি দল সাবেক রাষ্ট্রপতির বাড়িতে প্রবেশ করে। তারা দরজা, জানালা, আসবাবপত্র ও আলমারি ভাঙচুর করেছে। বাড়িটিতে তখন কোনো লোক উপস্থিত ছিলেন না।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম বলেন, মিছিলটি রাত সাড়ে ১০টার দিকে শুরু হয়। শতাধিক মানুষ এতে অংশ নেন। মিছিল শেষে সাবেক রাষ্ট্রপতির বাড়ির কাছে পৌঁছালে একটি বিচ্ছিন্ন দল ভাঙচুর চালায়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির জানান, রাত ১১টার দিকে হঠাৎ এই ঘটনা ঘটে। কিছু আসবাবপত্র, দরজা-জানালা ও ছবি ভাঙচুর হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পরিদর্শন করেছে এবং এলাকায় মোতায়েন রয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কাউকে আটক করা হয়নি। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD