Logo

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়লো প্রাইভেটকার

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২০ নভেম্বর, ২০২৫, ১৮:৩৪
26Shares
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়লো প্রাইভেটকার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার নিচে পড়ে একজন নিহত ও অন্তত চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

হস্পতিবার (২০ নভেম্বর) বিকেল চারটার দিকে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

বন্দর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, পতেঙ্গা থেকে শহরমুখী একটি প্রাইভেটকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়িটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ সময় নিচ দিয়ে হাঁটতে থাকা পথচারী শফিক (৫৫) গুরুতরভাবে আহত হন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শফিক চট্টগ্রাম বন্দরের কর্মী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ওসি তদন্ত আরও জানান, প্রাইভেটকারটিতে থাকা চারজনও দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও অতিরিক্ত গতি বা যান্ত্রিক ত্রুটি থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD