দুইশ’ কোটি টাকার খাল এখন ময়লা ও মশার উৎপাতের কেন্দ্রবিন্দু

নারায়ণগঞ্জের বাবুরাইল খাল, যা তিন বছর আগে প্রায় দুইশ’ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছিল, আজ নাগরিকদের জন্য হয়ে উঠেছে দুর্গন্ধ ও মশার উৎপাতের কেন্দ্রবিন্দু। খালের অযত্ন-অবহেলার কারণে কচুরিপানা, বাসা-বাড়ি ও দোকানের ময়লা জমে পানি প্রবাহ বন্ধের উপক্রম। খালের ধারে হাঁটাচলা করতে গেলে দুর্গন্ধে অসুবিধা হচ্ছে এবং স্থবির পানিতে মশার লার্ভা জন্ম নিচ্ছে।
বিজ্ঞাপন
২০২২ সালে প্রকল্পের আওতায় খালে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয় এবং গাছ রোপণ করা হয়। সংস্কার শেষে শীতলক্ষ্যা নদী থেকে ধলেশ্বরী নদীর সংযোগ খালে প্রবাহ ফিরে আসে, যা নগরের পরিবেশ, বৃষ্টির পানি নিষ্কাশন এবং অগ্নিনির্বাপণের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
তবে, গত বছরের সেপ্টেম্বরে মেয়র ও কাউন্সিলরদের অপসারণের পর সিটি করপোরেশনের উদাসীনতার কারণে খালটি দ্রুত নষ্ট হতে শুরু করে। রাতের আঁধারে বিভিন্ন দোকান ও বাসা-বাড়ি থেকে ময়লা ফেলা হচ্ছে খালে, যা তীব্র দূষণ এবং মশার জন্মের কারণ হয়ে উঠেছে।
বিজ্ঞাপন
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন দ্রুত খালটি পরিষ্কার করার এবং পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে নগরবাসী শুধু আশ্বাসের ওপর ভরসা রাখছেন না; তারা চাইছেন, খালটি ত্বরান্বিতভাবে পরিষ্কার করে পুনঃস্থাপন করা হোক, যেন এটি আবার শহরের পরিবেশ ও পানি ব্যবস্থাপনার একটি কার্যকর উপকরণ হিসেবে কাজ করতে পারে।
এই খালের অবনতি স্থানীয়দের দৈনন্দিন জীবন ও নগরের পরিবেশে মারাত্মক প্রভাব ফেলছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে, শুধু দুর্গন্ধ নয়, বরং স্বাস্থ্যঝুঁকি ও জলবদ্ধতার সমস্যা আরও বৃদ্ধি পাবে।








