পাওনা টাকা চাওয়ার জেরে বৃদ্ধকে জবাইয়ের চেষ্টা

ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে ৬২ বছরের বৃদ্ধ মো: মুস্তাক সর্দারকে জবাই করার চেষ্টার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে খালিশপুর এলাকা থেকে মারুফদহগামী সড়কে মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা অনুসন্ধান শুরু করে এবং পাশের একটি কলাবাগান থেকে গুরুতর আহত অবস্থায় মুস্তাককে উদ্ধার করে।
তিনি জানান,পাওনা ভাটার টাকা চাওয়ার জেরে কানাইডাঙ্গা গ্রামের মো: বাবলু তাকে কৌশলে ডেকে নিয়ে পথিমধ্যে চাকু ও বড় রামদা দিয়ে হত্যা করার চেষ্টা করে।
বিজ্ঞাপন
পরে স্থানীয়রা ধাওয়া করে বাবলুকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। ঘটনাটি নিশ্চিত করে মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য।
স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত বাবলুকে আমরা আটক করেছি। ভিকটিমের জবানবন্দি ও উদ্ধারকৃত অস্ত্রের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।








