Logo

শেরপুরে খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহারে কেন্দ্রীয় বিএনপিকে আল্টিমেটাম

profile picture
উপজেলা প্রতিনিধি
বগুড়া
২৩ নভেম্বর, ২০২৫, ১৮:১০
2Shares
শেরপুরে খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহারে কেন্দ্রীয় বিএনপিকে আল্টিমেটাম
ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান পৌর মেয়র জানে আলম খোকা কেন্দ্রীয় বিএনপিকে চূড়ান্ত সময় বেঁধে দিয়েছেন।

বিজ্ঞাপন

আগামী ৪ ডিসেম্বরের মধ্যে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে তিনি তৃণমূলের সিদ্ধান্ত অনুযায়ী নিজের রাজনৈতিক পথ নির্ধারণ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

গতকাল রোববার দুপুরে শেরপুর শহরের শহীদ গাজীউর রহমান কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। কুসুম্বি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম পান্নার সভাপতিত্বে সভায় শেরপুর ও ধুনট উপজেলার কয়েকশ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জানে আলম খোকা বলেন, ২০২১ সালে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শেরপুর পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে তিনি মেয়র নির্বাচিত হন। এ কারণে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তিনি একাধিকবার কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ক্ষমা চেয়েছেন এবং স্থানীয় পর্যায়ে জনসম্মুখে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু এখনো তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি।

তিনি অভিযোগ করেন, একই ধরনের ঘটনায় অনেক নেতার বহিষ্কারাদেশ আগেই প্রত্যাহার করা হয়েছে, কিন্তু তার ক্ষেত্রে তা করা হচ্ছে না। তিনি দাবি করেন, শেরপুর ও ধুনটে এখনো তৃণমূল বিএনপির মূল শক্তি তার নেতৃত্বের ওপর নির্ভরশীল।

সভায় উপস্থিত নেতা-কর্মীরা বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী বিজয়ী করতে হলে জানে আলম খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি বলে মত দেন। তারা মনোনয়ন প্রক্রিয়ায় স্থানীয় ত্যাগী নেতাদের উপেক্ষারও অভিযোগ তোলেন।

বিজ্ঞাপন

শেরপুর শহর যুবদলের সাবেক নেতা আশেক মাহমুদ বলেন, “বগুড়া-৫ আসনে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে হলে জানে আলম খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহার জরুরি।

সভায় আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান, বগুড়া জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, পৌর সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আরিফসহ পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও দুই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD