Logo

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

profile picture
উপজেলা প্রতিনিধি
পাবনা
২৩ নভেম্বর, ২০২৫, ১৬:৩৮
2Shares
ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে  নিহত ১
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী আন্তনগর ৭৮৩ নাম্বার (আপ) টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জাহাঙ্গীর আলম সরদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টায় ঈশ্বরদী শহরের রেলগেট এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর ঈশ্বরদী শহরের পোস্ট আলী মোড় এলাকার ঈমান আলী সরদারের ছেলে। তার স্ত্রী ও একটি সন্তান রয়েছে।

ঈশ্বরদী রেলগেট রিলে ইন্টারলকিং রেলগেটের গেটকিপার ফাহিম হোসেন জানান, রবিবার আনুমানিক দুপুর ১২টার দিকে গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী আন্তনগর ৭৮৩ নাম্বার (আপ) টুঙ্গিপাড়া এক্সপ্রেস ঈশ্বরদী রেলগেট ইন্টারলকিং রেলগেট অতিক্রম করে ঈশ্বরদী জংশন স্টেশনে যাচ্ছিল। রেললাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে শরীর থেকে মাথা এবং বাম পা দিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, রাজশাহী অভিমুখী আন্তনগর ৭৮৩ নাম্বার (আপ) টুঙ্গিপাড়া এক্সপ্রেসে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD