বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

ফরিদপুরের কানাইপুর বিসিক শিল্প নগরীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। যুবকের নাম জাহিদ (৩৪)।
বিজ্ঞাপন
শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে বিসিকের মেসার্স নিপা প্লাস্টিক কারখানার অভ্যন্তরে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাহিদ গভীর রাতে কারখানায় প্রবেশ করে বৈদ্যুতিক তার চুরির চেষ্টা করছিল। সেই সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে বিষয়টি নজরে এলে কারখানার কর্মীরা পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জ হাসপাতালে রমরমা টিকিট বাণিজ্য
বিজ্ঞাপন
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ একটি অপমৃত্যু মামলা করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।








