মিরসরাইয়ে পোল্ট্রি খামারে আগুন, পুড়ে ছাই ২৫০ মুরগির বাচ্চা

চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খামারের ৫ দিনের আড়াই হাজার মুরগির বাচ্চা পুড়ে মারা গেছে। খামারির দাবি মুরগির বিশাল শেড়, খাবার ও বাচ্চাসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খামারের মালিক মোহাম্মদ আশরাফ উদ্দিন সৌরভ জানান, সকালে মুরগির বাচ্চাকে খাবার ও পানি দিয়েছেন। মুরগির বাচ্চাকে গরম রাখার জন্য ২০০ ওয়ার্ডের হিট বাল্প জ্বালিয়ে যান। ওই হিট বাল্প থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: শীতের স্পর্শে বাড়ছে পিঠার কদর
বিজ্ঞাপন
খামারে আগুন লাগার খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসে খবর দেন ও স্থানীয় দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। কিন্তু আগুনের লেলিহান শিখা দ্রুত খামারে ছড়িয়ে পড়ে। খামারে বাতাস রোধক ত্রিপল ঝোলানো ছিল। ত্রিপলের করণে আগুন দ্রুত ছড়ায়। এতে সামান্য সময়ের মধ্যে পুরো খামার পুড়ে যায় ও খামারে সদ্য তোলা আড়াই হাজার মুরগির বাচ্চা ও অর্ধশত খাদ্যের বস্তা পুড়ে যায়।
খামারি আশরাফ জানান, দুটি ব্যাংক থেকে ১০ লাখ টাকা লোন নিয়ে ১৬ লাখ টাকা ব্যয়ে মুরগির জন্য বিশাল শেড়টি তৈরি করেছেন। মাত্র ৫ দিন আগে কাজি পোল্ট্রি ফার্ম থেকে চুক্তির মাধ্যমে আড়াই হাজার বাচ্চা আনা হয়েছে সেই টাকা ও খাবারের টাকাও বাকি। ব্যাংকের লোন বাচ্চার টাকাসহ এখন ২০ লাখ টাকার দেনার মধ্যে পড়ে গেছি।
আরও পড়ুন: ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১
বিজ্ঞাপন
মিরসরাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ হোসেন জানান, খামারটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম দ্রুত রওনা দিলেও সুরু ও অপরিচিত রাস্তা হওয়ায় ঘটনাস্থলে পৌছাতে একটু বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে না আনলে পাশ্ববর্তী খামার ও একটি মসজিদ পুড়ে যেত।








