Logo

তরুণ ফুটবলার মাসুম আর নেই

profile picture
উপজেলা প্রতিনিধি
বাগেরহাট
২৮ নভেম্বর, ২০২৫, ১৫:২২
23Shares
তরুণ ফুটবলার মাসুম আর নেই
ছবি প্রতিনিধি।

বাগেরহাটের মোরেলগঞ্জের তরুণ ফুটবলার মাসুম বিল্লাহ (১৯) আর নেই।

বিজ্ঞাপন

দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টায় তিনি মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে স্থানীয় ক্রীড়া অঙ্গনসহ পুরো মোরেলগঞ্জ।

মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী ১নং ওয়ার্ডের বাসিন্দা শ্রমিক মহারাজ শেখের ছেলে মাসুম সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। অল্প বয়সেই ফুটবলে পারদর্শিতা দেখিয়ে বিভিন্ন জেলা ও উপজেলায় অংশ নিয়ে পেয়েছিলেন একাধিক পুরস্কার। তিনি মিজান খান অ্যাকাডেমির ফুটবলার ছিলেন।

বিজ্ঞাপন

গত বছরের ২০ নভেম্বর বাগেরহাটে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার সময় স্পাইনাল কডে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। প্রথমে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসার পরও শেষমেশ তাকে বাঁচানো যায়নি।

বৃহস্পতিবার রাত ১১টায় তার মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে একনজর দেখতে এলাকাবাসী ভিড় করেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বাগেরহাট-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, কেন্দ্রীয় তাঁতী দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পরে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে মাসুম বিল্লাহকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার অকাল প্রয়াণে পরিবার, বন্ধুবান্ধব ও স্থানীয় ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD