Logo

সিরাজগঞ্জে ঢাকা–বগুড়া মহাসড়কে পণ্যবাহী পিকআপ ভ্যানে আগুন

profile picture
উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ
২৮ নভেম্বর, ২০২৫, ১৩:১৪
5Shares
সিরাজগঞ্জে ঢাকা–বগুড়া মহাসড়কে পণ্যবাহী পিকআপ ভ্যানে আগুন
ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ ঢাকা–বগুড়া মহাসড়কে একটি পণ্যবাহী পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত্রী ৭টার দিকে কামারখন্দের বালুকোল এলাকায় বগুড়ামুখী লেনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে , ঘটনার খবর পেয়ে কামারখন্দ স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ থেকে ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দারা জানান, পিকআপ ভ্যানটিতে হঠাৎ আগুন দেখে তারা এগিয়ে যান। এ সময় চালক দ্রুত গাড়ি থেকে নেমে সরে যান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ সম্পন্ন করে।

বিজ্ঞাপন

রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ রানা সংবাদ মাধ্যমকে জানান, ‘আমরা খবর পাওয়ার পরপর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন কীভাবে লেগেছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে গাড়িতে বাড়ির ফার্নিচার ও বিভিন্ন আসবাবপত্র ছিল। চালককে সেখানে পাওয়া যায়নি।’

যমুনা সেতুর পশ্চিম থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাখাওয়াত হোসেন বলেন, গাড়িটি থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে—ব্যাটারি বা যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে। ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

সিরাজগঞ্জে ঢাকা–বগুড়া মহাসড়কে পণ্যবাহী পিকআপ ভ্যানে আগুন