খাগড়াছড়িতে বয়সভিত্তিক ক্রিকেটারদের ক্রীড়া সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি জেলা অনূর্ধ্ব–১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সেনা জোন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম।
অনুষ্ঠানে তরুণ ক্রিকেটারদের হাতে ব্যাট, বল, স্টাম্পসহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়া হয়। ক্রীড়া সামগ্রী পেয়ে খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে আরও দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, “তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখার অন্যতম উপায় হলো খেলাধুলা। পাহাড়ের তরুণদের সম্ভাবনা বিকাশে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।”
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জি–টু–আই) কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মাহাবুব আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদসহ সেনাবাহিনীর কর্মকর্তারা ও স্থানীয় ক্রীড়া সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ জেলার তরুণ খেলোয়াড়দের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।








