ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে হাতিয়া দর্জি শ্রমিক ট্রেড ইউনিয়ন সমিতির আর্থিক সহায়তা

নোয়াখালীর হাতিয়ায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে হাতিয়া দর্জি শ্রমিক ট্রেড ইউনিয়ন সমিতি। উপজেলার তমরউদ্দি ইউনিয়নের বাসিন্দা ক্যান্সার আক্রান্ত মো. সুমন উদ্দিন (৩৫)-এর চিকিৎসার জন্য সমিতির পক্ষ থেকে ৫১,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে সমিতির সভাপতি মো. ফাহিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আলী সুমনের হাতে এই অনুদান তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. সাহাদাত হোসেন, অর্থ সম্পাদক মো. হাসান নির্বাহী সদস্য মো. রাকিব উদ্দিন, সদস্য মো. তাহের, মো. আবুল হাসেম,সুবজ আরঙ্গ, মো. রাফুল ইসলাম, মো. রিদন, আবুল কালম, মো. শরীফ, মো. সাইফুল,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
অনুদান প্রদানকালে সমিতির সভাপতি ফাহিম উদ্দিন বলেন, আমরা শুধু পেশাগত সংগঠন নই একটি পরিবার। সমাজের যে কোনো সদস্য বিপদে পড়লে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও জানান, ভবিষ্যতেও অসহায়, দরিদ্র ও রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ৯৯৯ এ ফোন, কবর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
দীর্ঘদিন ধরে ক্যান্সারের চিকিৎসায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন সুমন উদ্দিন। উচ্চ ব্যয়ের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছিল তার পরিবার।
বিজ্ঞাপন
সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সুমনের স্ত্রী বলেন, “এই সাহায্য আমাদের জন্য অনেক বড় কিছু। আমরা নতুন করে আশার আলো দেখতে পাচ্ছি।” সমিতির এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।








