Logo

১ লাখ ৩১ হাজারে বিক্রি শাপলা পাতা মাছ

profile picture
উপজেলা প্রতিনিধি
নোয়াখালী
১২ ডিসেম্বর, ২০২৫, ১৪:২২
6Shares
১ লাখ ৩১ হাজারে বিক্রি শাপলা পাতা মাছ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় জেলের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের বিরল শাপলা পাতা মাছ, ১ লাখ ৩১ হাজারে বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে বুড়িরচর ইউনিয়নের দানারদোল মাছ বাজারে নিলামে তোলা হয়।

জানা যায়, বুধবার রাতে হাতিয়ার মেঘনা মোহনায় গ্যাসকূপের কাছে জাল ফেলতে গিয়ে মাছটি ধরা পড়ে। কামাল মাঝি ওরফে মালয়েশিয়া মাঝির নেতৃত্বে থাকা বেহুন্দি নৌকার জেলেরা ভোরে জাল টানতে গিয়ে অস্বাভাবিক ভার অনুভব করেন। প্রথমে তারা ভাবেন অনেক মাছ একসঙ্গে ধরা পড়েছে; পরে বুঝতে পারেন এটি বিশাল আকৃতির শাপলা পাতা মাছ যা তোলার জন্য দুই নৌকার জেলেদের যৌথ প্রচেষ্টা দরকার হয়।

বিজ্ঞাপন

বিশাল মাছটি তুলে দানারদোল মাছঘাটে আনা হলে নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ী খবির উদ্দিন ব্যাপারী ১ লাখ ৩১ হাজার টাকায় কিনে নেন। তিনি জানান, বিরল প্রজাতির এই মাছের বাজারে ভালো চাহিদা থাকায় বেশি দামে বিক্রির আশায় তিনি মাছটি ক্রয় করেছেন।

কামাল মাঝি বলেন, ধারদেনায় টিকে থাকা এই ব্যবসায় বড় মাছ পেয়ে তিনি কৃতজ্ঞ। মাঝি-মাল্লারা প্রত্যেকে ৫ হাজার টাকা করে পেয়েছেন। তবে ভালো ব্যবসায়ী না থাকায় প্রত্যাশার চেয়ে কম দাম মিলেছে বলে জানান তিনি।

এদিকে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ফয়জুর রহমান বলেন, বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী শাপলা পাতা মাছ বিপন্ন প্রজাতি হওয়ায় এর ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার জন্য এদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD