মৌলভীবাজারে শীতের দাপট, তাপমাত্রা ১০ ডিগ্রি

পর্যটন সমৃদ্ধ জেলা মৌলভীবাজারে শুরু হয়ে গেছে শীতের দাপট। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় পুরো জেলায় প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা।
বিজ্ঞাপন
ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ না হতেই হিমেল বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।
শুত্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় মৌলভীবাজারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ভোর থেকেই জেলাজুড়ে ঘন কুয়াশা দেখা দেয়। সকাল ৮টা পর্যন্ত সড়কপথ ও আশপাশের মাঠ-ঘাট সাদা চাদরে ঢাকা পড়ে থাকে। দৃশ্যমানতা কমে যাওয়ায় পুরো সকালজুড়ে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রাজশাহীতে গর্তে পড়া শিশু সাজিদ মারা গেছে
এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের খেটে–খাওয়া, দিনমজুর, নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। বিশেষ করে তীব্র শীত এবং কুয়াশা উপেক্ষা করে জীবিকা নির্বাহের তাগিদে ঘর থেকে বের হওয়া লোকজন পড়েছেন বিপাকে।
শীত বাড়ায় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ঠান্ডা থেকে রক্ষা পেতে অনেকেই বাড়িঘর ও রাস্তার মোড়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
বিজ্ঞাপন
সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষের চলাচল কম। কেউ গরম কাপড় জড়িয়ে কাজে বের হলেও অনেকে শীতের তীব্রতার কারণে ঘরেই থাকতে বাধ্য হচ্ছেন। সূর্য ওঠার পরও রৌদ্রের তাপ তেমন পাওয়া যাচ্ছে না।
শহরের এলাকার রিকশাচালক আতাউর রহমান বলেন, তীব্র ঠান্ডার মধ্যেও রিকশা নিয়ে বের হয়েছি। লোকজন এখনও শহরমুখী হয়নি। সকাল ৯টা পর্যন্ত কোনো যাত্রী পাইনি। এখনই শীতের যে দাপট, সামনের দিনগুলোতে শীতে সংসার কীভাবে চলবেÍচিন্তায় আছি।
বিজ্ঞাপন
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন,“শ্রীমঙ্গলে প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে। রাতে তাপমাত্রা কমবে এবং কুয়াশা আরও ঘন হতে পারে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ছিল। আজ তা কমে দাঁড়িয়েছে ১০ ডিগ্রিতে। যা চলতি মৌসুমে শ্রীমঙ্গল উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীত এভাবে শুরু হওয়া মানে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।








