বাউফলে জনগনের মৌলিক অধিকার পর্যাক্রমে বাস্তবায়ন করা হবে: ড. মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সকল স্থানে যুগ যুগ ধরে জনকল্যাণমূলক কাজ করে আসছে। আদর্শ রাষ্ট্র বিনির্মাণের প্রথম ধাপ হিসাবে জনগনের মৌলিক অধিকার, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জোর চেষ্টা চালানো হচ্ছে। পর্যায়ক্রমে মানুষের সকল মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করা হবে।
বিজ্ঞাপন
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে পটুয়াখালী বাউফলের কালিশুরী স্কুলে ফ্রি মেডিকেল চিকিৎসেবা কার্যক্রমের উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী-২ বাউফল আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
আরও পড়ুন: পটুয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
এসএ ইনস্টিটিউশন বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজনে- ৬জন মহিলা-পুরুষ ডাক্তার দ্বারা চক্ষু, মেডিসিন ও ডায়াবেটিস টেস্ট সহ ফ্রি চশমা ও ঔষধ বিতরণ করা হয় সহস্রাধিক রোগীকে।








