Logo

শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
২২ ডিসেম্বর, ২০২৫, ১৫:২৭
9Shares
শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগসহ ৮ দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রহমতপুর বাসস্ট্যান্ডে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন চালান। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহনের লাইন কয়েক কিলোমিটার দীর্ঘ হয়।

জানা যায়, এর আগে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে অধ্যক্ষের কার্যালয়সহ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৫৫১ জন শিক্ষার্থী সেমিস্টার ফাইনাল পরীক্ষা বর্জন করে গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ মিছিল চালাচ্ছেন। এর ধারাবাহিকতায় সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ দফার প্রজ্ঞাপন চেয়ে মহাসড়কে তারা বিক্ষোভ মিছিল করেন।

বিজ্ঞাপন

পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি তদন্ত সঞ্জিত চন্দ্র নাথ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করে সড়ক ছেড়ে দেওয়া হয়। এছাড়া বরিশাল ডিসি পক্ষ দিয়ে তাদের দাবি যৌক্তিক বলে উপর মহলে কথা বলার আশ্বাস দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি. এ.ই অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ে আলাদা প্রতিষ্ঠান করা, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন নির্ধারণ করা, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ করা।

বিজ্ঞাপন

রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার বলেন, “১৭ ডিসেম্বর দ্বিতীয় ও ষষ্ঠ সেমিস্টারের ২৮৬ জন শিক্ষার্থী পরীক্ষা বর্জন করেছে। অন্যান্য সেমিস্টারের ২৬৫ জনসহ মোট ৫৫১ জন শিক্ষার্থী পরীক্ষা বর্জন করেছে। প্রশাসনিক ভবনে তালা ঝুলানো হয়েছে। আজ তারা ঢাকা-বরিশাল মহাসড়কও অবরোধ করেছে। আমি বিষয়টি নিরসনের চেষ্টা চালাচ্ছি এবং তাদের দাবিগুলো ঊর্ধ্বতন মহলে জানিয়েছি।”

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD