গৌরীপুরে অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে ২৩ লাখ টাকা আত্মসাৎ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অস্ট্রেলিয়ায় ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
মামলার বাদী গৌরীপুর উপজেলার ডেকুরা গ্রামের বাসিন্দা খালেদুজ্জামান (পিতা: মৃত আব্দুল মান্নান)। মামলাটি ময়মনসিংহ জেলার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতের আমলে রয়েছে।
মামলার এজাহার সূত্রে ও অুনসন্ধানে জানা যায়, অভিযুক্তরা হলেন— আলী এমদাদ খান পাঠান মোহন (২৮), তার স্ত্রী উম্মে কুলসুম ঝুমা (৪৫), মো. জিয়া উদ্দিন (৩৮) ও গিয়াস উদ্দিন। তারা সবাই গৌরীপুর পৌরসভার মধ্য ভালুকা এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: এবার এনসিপি নেতার মাথায় প্রকাশ্যে গুলি
বিজ্ঞাপন
অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৩ সালের মার্চ-এপ্রিল মাসে অভিযুক্তরা ভুক্তভোগী খালেদুজ্জামানকে অস্ট্রেলিয়ায় একটি ভালো কোম্পানিতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মৌখিক চুক্তির মাধ্যমে বিদেশে পাঠানোর কথা বলেন। এ প্রলোভনে পড়ে বাদী বিভিন্ন সময়ে নগদ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে অভিযুক্তদের কাছে মোট ২৩ লাখ ২ হাজার ৫০০ টাকা প্রদান করেন।
পরবর্তীতে অভিযুক্তরা প্রথমে তাকে মালদ্বীপ ও পরে শ্রীলঙ্কায় নিয়ে যান। শ্রীলঙ্কায় অবস্থানকালে তাকে একটি অস্ট্রেলিয়ান ভিসা দেওয়া হলেও পরে যাচাই করে জানা যায় সেটি জাল। এক পর্যায়ে অভিযুক্ত মো. জিয়া উদ্দিন ভুক্তভোগীকে শ্রীলঙ্কায় রেখে গোপনে দেশে ফিরে আসেন।
দেশে ফেরার পর টাকা ফেরত চাইলে অভিযুক্তরা নানা টালবাহানা শুরু করেন। পরে মোট টাকার মধ্যে মাত্র ৩ লাখ ৩৩ হাজার টাকা ফেরত দিয়ে বাকি ১৯ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা পরিশোধে অস্বীকৃতি জানান। এ সময় মামলা করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
বিজ্ঞাপন
পরবর্তীতে থানায় অভিযোগ গ্রহণ না করায় আদালতের শরণাপন্ন হন বাদী।
আদালতে মামলা রজু করা হয়। মামলা নং ৩২৩/২৯২৫। দণ্ডবিধির ৪০৬, ৪২০, ১০৯ ও ৩৪ ধারায় মামলা দায়ের করে।
বিজ্ঞাপন
আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিতে প্রেরন করেন। মামলাটি সিআইডবতে তদন্তাধীন চলমান।
বাদী অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।








