Logo

বান্দরবানের দুর্গম এলাকায় শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী

profile picture
উপজেলা প্রতিনিধি
বান্দরবান
২৩ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪
10Shares
বান্দরবানের দুর্গম এলাকায় শীতবস্ত্র বিতরণ করল সেনাবাহিনী
ছবি: প্রতিনিধি

বিজয়ের মাসে পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ১০টি পাড়ার অসহায় ও দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের প্রাতা পাড়ায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (দি ম্যাজেস্টিক টাইগার্স) এর উপ অধিনায়ক মেজর মোঃ আনোয়ারুল ইসলাম উপস্থিত হয়ে উক্ত পাড়াতে সকলের সাথে কুশলাদি বিনিময় ও উক্ত শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় সাবজোন কমান্ডার, বাকলাইপাড়া সেনা সাবজোন, কে এম নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, থানচি, আলীকদম ও সামরিক-বেসামরিক বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শীতবস্ত্র পেয়ে পাড়াবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন, সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগিতা করছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে সুন্দর ভাবে জীবনযাপন করছি। আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

পাড়া পরিদর্শনকালে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক বলেন, সেনাবাহিনী সব সময় সাধারণ জনগনের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইন শা আল্লাহ। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সুরক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতেও বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।

বিজ্ঞাপন

উপ অধিনায়ক আরো বলেন, পাহাড়ের শান্তি বিনষ্টকারী কোন দল কিংবা গোষ্ঠীর পাহাড়ে কোন স্থান নেই। পাহাড়ে যে কোন ধরণের অন্যায় প্রতিহত ও নির্মূল করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত। যে কোন ধরণের চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি, লুটতরাজ ইত্যাদি নির্মূলকল্পে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপ অধিনায়ক পাহাড়ি জনগোষ্ঠীকে আহবান জানান।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD