‘১৮ সালের নির্বাচনের মতো ছাব্বিশর নির্বাচনে কম্পোমাইজ নেই’

প্রার্থীদের প্রত্যাশা ২৪ বছর পর একটি সুষ্ট নির্বাচন হতে চলছে। দীর্ঘ দেড় দশকের স্বৈরশাসনের অবসানের পর দেশে একটি প্রকৃত, সুষ্ঠু ও কারচুপি মুক্ত নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে এ পর্যন্ত রির্টার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র ৬ জন সংগ্রহ করেছেন । আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৩ আসনে প্রার্থিতা নিয়ে তৈরি হয়েছে জটিল রাজনৈতিক সমীকরণ।
সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র দাখিল করেন। মৌলভীবাজার-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র নাসের রহমান। এই আসনে জামায়াতের প্রার্থী মো. আব্দুল মান্নান, খেলাফত মজলিশের আহমদ বেলাল, রেজিনা নাসের, (স্বতন্ত্র), মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, (বাংলাদেশ খেলাফত মজলিস), জহর লাল দত্ত, (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), আহমদ বিলাল ও (বাংলাদেশ খেলাফত মজলিস) জমা দিয়েছেন।
বিজ্ঞাপন
মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার পৌরসভা ও মৌলভীবাজার সদর উপজেলার ১২ ইউনিয়ন এবং রাজনগর উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে মৌলভীবাজার-৩ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ২১২ জন। এরই মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ১৩১ জন। নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৭৭ জন। মনোনয়নপত্র গ্রহণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
জানা যায়, সাড়ে ১৫ বছর একটি স্বৈরাচার ক্ষমতায় অধিষ্টিত ছিল এবং ক্ষমতা ছাড়ার কোনো ইচ্ছা তাদের ছিল না। ছাত্র–জনতার আন্দোলনের মধ্য দিয়েই তাদের বিদায় হয়েছে। এখানে একটা দল নেই। সে নেই তার নিজের দোষের জন্য। এটা বাংলাদেশের জনগণের দোষ নয়। নিজের দোষের কারণেই সে নেই।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম নাসের রহমান বলেন যেভাবে সারাদেশ নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে, সেই ট্রেন যেন কোনো ষড়যন্ত্র বা সহিংসতায় দুর্ঘটনার শিকার না হয়। এ দায়িত্ব অন্তর্র্বতীকালীন সরকারকেই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচন ছিল সবচেয়ে বেশি কারচুপির নির্বাচন। ২০০১ সালের পর আজ ২৪ বছর পরে একটি প্রপার নির্বাচনের বাস্তব প্রেক্ষাপট তৈরি হয়েছে।
মৌলভীবাজার- রাজনগর সংসদীয় আসনে জামায়াতের ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মান্নান বলেন মনোনয়নপত্র দাখিল করে বলেন, ২৬ এর নির্বাচন ১৮ এর নির্বাচনের মতো হবে না। সর্বস্তরের মানুষের কাছে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে দোয়া, সহযোগিতা কামনা করেন তিনি। আমরা সাবাই মিলে ১২ ফেব্রুয়ারী নির্বাচন সুষ্ট করবো।
আরও পড়ুন: বাবার লাশ দাফনে বাঁধা, পালিয়ে গেল সন্তান
বিজ্ঞাপন
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক ও আর্ন্তজাতিক মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক মনোনীত প্রার্থী আহমদ বিল্লাল বলেন আমরা আশাবাদী এই জুলাই আবু সাঈদ, মুগ্ধ, হাদির রক্তের বিনিময়ে যে মুক্ত দেশ আমরা পেয়েছি। ইনশাআল্লাহ আমরা ধরে রাখবো। আমরা যে জোট ছিলাম তা বর্তমানে ১১ দল হয়েছি। আমরা ১০ ঘর থেকে ১০ ভাই এসেছি। তারপরও ইনশাআল্লাহ আমরা জিতবো।
মৌলভীবাজার শ্রীমঙ্গল কমলগঞ্জ ৪ আসনের জাতীয় পাটির মনোনীত প্রার্থী মোহাম্মদ জরিফ হোসেন, (জাতীয় পার্টি) বলেন, আমার চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে আমি লাঙ্গল প্রতীক নিয়ে প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ আমি জিতবো।
আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় বসতঘর পুড়ে ছাই
বিজ্ঞাপন
শেষ পর্যন্ত কী হবে?
মৌলভীবাজার-৩ আসনে নির্বাচন এখন আর শুধু দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং কৌশল, সমঝোতা ও ভোটব্যাংকের অঙ্কে পরিণত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই আসনে জোটভুক্ত দুই দলের প্রার্থী থাকলে ভোট বিভাজনের আশঙ্কা তৈরি হয়।
বিজ্ঞাপন
মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সচল রয়েছে। সকল রাজনৈতিক দলের অবস্থান আমরা লক্ষ্য করছি। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় দুইটি করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা সর্বক্ষণিক নির্বাচনে আচরণবিধি বিধিমালার উপরে নজর রাখছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো রয়েছে, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন আমরা করছি।








