লালমনিরহাটে অনলাইন ক্যাসিনো চক্রের দুই এজেন্ট আটক

লালমনিরহাটের পাটগ্রামে অনলাইন ক্যাসিনো ও জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজন এজেন্টকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
রবিবার রাতে বুড়িমারী ইউনিয়নের আদনান সামি আরমান ও দহগ্রাম ইউনিয়নের সাদ্দাম কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ ক্যাসিনো ও জুয়া পরিচালনায় জড়িত ছিল। তারা স্থানীয় যুবকদের বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপে যুক্ত করে অর্থ লেনদেন করতেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় বসতঘর পুড়ে ছাই
বিজ্ঞাপন
অভিযানের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইন ক্যাসিনো চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন,গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করে লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হয়।








