Logo

রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আরও জেঁকে বসতে পারে শীত

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩৩
5Shares
রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আরও জেঁকে বসতে পারে শীত
ছবি: সংগৃহীত

রাজশাহীতে শীতের মাঝেই মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে সকাল ১০টায়ও সূর্যের দেখা মেলেনি। এ অবস্থায় শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

জেলার সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার সকাল ৯টায় রেকর্ড করা হয় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, প্রায় এক ঘণ্টা ধরে হালকা বৃষ্টি হয়েছে এবং এ সময় ০.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে মেঘ ছড়িয়ে রয়েছে, তাই আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সকালে অফিসগামী সাধারণ মানুষ ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষদের জীবনযাত্রা বৃষ্টিতে ভোগান্তিকর হয়েছে। হালকা বৃষ্টি ও কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাসে শীত আরও তীব্র হয়ে উঠেছে। শহরের ফুটপাত ও গ্রামীণ এলাকায় মানুষ গরম কাপড় ও আগুনের উষ্ণতায় নিজেদের ঠান্ডা থেকে রক্ষা করছে।

বিজ্ঞাপন

নাজমুল ইসলাম নামে এক দিনমজুর বলেন, বৃষ্টি পড়ায় আজ কাজ করতে পারিনি। ঠান্ডা বেশী লাগছে। তাই ফিরে আসলাম। ফাঁকা জায়গায় বাতাস হুহু করে বইছে, খুব কষ্টে দিন কাটছে। এই বৃষ্টির পর রাজশাহীতে শীত আরও জেঁকে বসবে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলম বলেন, সকাল ৬টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশের কারণে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই আবহাওয়া কেটে গেলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

এভাবে, শীতের তীব্রতার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি রাজশাহীতে সাধারণ মানুষ এবং শ্রমজীবীদের জীবনযাত্রায় অসুবিধা সৃষ্টি করছে, বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD