Logo

‘সীমান্ত পাহারার পাশাপাশি মানবিক উন্নয়নেও বিজিবি ভূমিকা রাখছে’

profile picture
উপজেলা প্রতিনিধি
দিনাজপুর
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৭:২৯
4Shares
‘সীমান্ত পাহারার পাশাপাশি মানবিক উন্নয়নেও বিজিবি ভূমিকা রাখছে’
ছবি: প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু সীমান্ত পাহারায় নয়, সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও মানবিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বিজ্ঞাপন

এমন মন্তব্য করেছেন দিনাজপুর সেক্টর কমান্ডার (উপ-মহাপরিচালক) কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি)।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় দিনাজপুর সেক্টরের অধীন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আয়োজিত শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজিহাল ইউনিয়নের মীরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণেও বিজিবির ভূমিকা প্রশংসনীয়।

কর্নেল ফয়সল হাসান খান আরও বলেন, শুধু বল প্রয়োগ বা ফোর্স বৃদ্ধি করলেই সীমান্ত অপরাধ দমন সম্ভব নয়। এসব অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণসহ সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং সীমান্তবাসীর মানবিক উন্নয়নেও সমানভাবে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, দেশের যে কোনো দুর্যোগ বা সংকটময় মুহূর্তে বিজিবি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বিজিবির মহাপরিচালকের মূলনীতি ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে প্রতিটি সদস্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি), সহকারী পরিচালক মিজানুর রহমান (পিবিজিএমএস), কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন কাঞ্চণসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিজিবির অন্যান্য সদস্যরা।

ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি) বলেন, ফুলবাড়ী উপজেলার আওতাধীন আমড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৩ নম্বর কাজিহাল ইউনিয়নের জামগ্রামের মীরপুর উচ্চ বিদ্যালয় মাঠে তীব্র শীতে বিপর্যস্ত সীমান্তবাসীর জন্য এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, এ কর্মসূচির আওতায় স্থানীয় ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি প্রায় ৬০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকার মানুষের কল্যাণে বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD