Logo

মির্জাগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

profile picture
উপজেলা প্রতিনিধি
পটুয়াখালী
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৫:৪৫
4Shares
মির্জাগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা
ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত ভবনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছা: মলিহা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাংলাদেশ সেনাবাহিনীর মির্জাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: মেহেদী হাসান, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো: আহসান উল্লাহ পিন্টু সিকদার,সহ সভাপতি আমিনুল ইসলাম খোকন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: হারুন অর রশীদ মুন্সী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মুহাম্মদ সিরাজুল হক, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আঃ ছালাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা, মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, সহ সভাপতি কামরুজ্জামান বাঁধন, উপজেলা প্রেস ক্লাব মির্জাগঞ্জর সাধারণ সম্পাদক এ.কে.এম আল আমিন প্রিন্স ও মো: জিয়াউর রহমান প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষভাবে গুরুত্বারোপ করে অভিযান পরিচালনা করা, মাদককারবারি সেবনকারীদেরকে সামাজিকভাবে প্রতিহত করা ও আইনের আওতায় আনাসহ সেনাবাহিনী ও পুলিশের বিশেষ চেকপোস্ট পরিচালনা, কিশোর গ্যাং চক্রের সদস্য ও চাঁদাবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনা ও অনলাইন জুয়া প্রতিরোধে অভিযান করাসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

সভায় বাংলাদেশ সেনাবাহিনী মির্জাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা,সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD