Logo

নিখোঁজের ১২ দিন পর পুকুরে ভেসে উঠল শীষ মিয়ার লাশ

profile picture
উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৫:১৮
3Shares
নিখোঁজের ১২ দিন পর পুকুরে ভেসে উঠল শীষ মিয়ার লাশ
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে নিখোঁজ হওয়ার ১২দিন পর পুকুরে ভাসমান অবস্থায় শীষ মিয়া (৪০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার দাসপাড়া গ্রাম জামে মসজিদের পেছনের পুকুর থেকে এই লাশটি উদ্ধার করা হয়। ওই কৃষকের বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে।

এলাকাবাসী ও ওই কৃষকের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার জিংলীগড়া গ্রামের বাসিন্দা শীষ মিয়া কৃষি কাজের সঙ্গে জড়িত ছিলেন। গত ১৫ ডিসেম্বর রাত আটটার দিকে স্থানীয় গাছতলা বাজারে যাওয়ার কথা বলে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি।

বিজ্ঞাপন

রোববার বিকেলে দিকে উপজেলার দাসপাড়া গ্রাম জামে মসজিদের পেছনে থাকা পুকুরে জ্যাকেট ও লুঙ্গি পরিহিত ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বিষয়টি ধর্মপাশা থানা পুলিশকে জানান।

শীষ মিয়ার ছোট ভাই পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: এরশাদ আকন্দ বলেন, আমার ভাই সহজ সরল মানুষ ছিলেন, এলাকায় শত্রুতা করে আমার ভাইকে মেরে ফেলেছে। তার তিনটি সন্তান এতিম হয়ে গেছে। আমি এলাকা বাসী ও প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।

ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ দেখে ওই ব্যক্তির স্বজনেরা লাশটি সনাক্ত করেছেন। লাশের সূরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি সুনামগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে পাটানো হয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD