Logo

চুয়াডাঙ্গায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৫:৩৭
3Shares
চুয়াডাঙ্গায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দুটি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দুইটা পযন্ত ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছেন। তবে এ দুটি আসনে মনোনয়ন ফরম তুলেছিলেন ১২ জন।

বিজ্ঞাপন

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৪ জন ফরম জমা দিয়েছেন। অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীসহ আরও ৪ জন জমা দিয়েছেন।

মনোয়নপত্র দাখিল শেষে বিএনপির দুই প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ও শরীফুজ্জামান বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালণে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। এখনো পযন্ত নির্বাচনী পরিবেশ ভালো আছে। জনগনের প্রত্যাশা অনুযায়ী ভোট সম্পন্ন হবে বলে প্রত্যাশা করি।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর প্রার্থী রুহুল আমিন ও মাসুদ পারভেজ রাসেল বলেন, ২৪-এর চেতনায় নতুন বাংলাদেশ গড়তে জনগনের রায়ে যদি আমরা বিজয়ী হই, তাহলে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে সক্ষম হবো। অন্যের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করবো।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রত্যেক প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD