থানায় ঢুকে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মঙ্গলবার বিকেলে এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে এক যুবক। পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেপ্তার যুবকের নাম বাহাদুর হোসেন বাদল (১৯)। তিনি থানার সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। আহত পুলিশ সদস্যের নাম শরিফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাদল নিয়মিত চৌদ্দগ্রাম থানার বাউন্ডারির ভেতরে গরু নিয়ে প্রবেশ করে। গরুগুলো নিয়মিত থানার বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ নষ্ট করায় বাদলকে আগে থেকেই গরু নিয়ে প্রবেশে একাধিকবার নিষেধ করা হয়। কিন্তু বাদল থানা পুলিশের নিষেধের তোয়াক্কা না করে মঙ্গলবার দুপুরে একাধিক গরু নিয়ে থানার ভেতরে প্রবেশ করে।
আরও পড়ুন: নেত্রকোণায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বিজ্ঞাপন
এ সময় চৌদ্দগ্রাম থানার পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম অভিযুক্ত বাদলকে গরু নিয়ে থানায় প্রবেশে আবারও নিষেধ করে। এতে বাদল ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা দা দিয়ে শরিফুলের শরীরে আঘাত করে। একপর্যায়ে দা দিয়ে শরিফুলের মাথায় কোপ দেয়। এতে গুরুতর আহত হয় পুলিশ সদস্য শরিফুল। পরে অন্য পুলিশ সদস্যরা এসে বাদলকে আটক করে থানার ভেতরে নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আলম বলেন, মঙ্গলবার বিকেলে গরু নিয়ে মূল গেট দিয়ে বের হওয়ার সময় পুলিশ সদস্য শরিফুল তাকে নিষেধ করে। এ সময় সে ক্ষিপ্ত হয়ে শরিফুলকে দা দিয়ে আঘাত করে। পরে পুলিশ সদস্যরা বাদলকে আটক করে।








