Logo

ভোলায় ড্রাইভারকে হত্যা করে বোরাক ছিনতাই

profile picture
উপজেলা প্রতিনিধি
ভোলা
৩১ ডিসেম্বর, ২০২৫, ১৬:০৭
2Shares
ভোলায় ড্রাইভারকে হত্যা করে বোরাক ছিনতাই
প্রতীকী ছবি

ভোলার চরফ্যাসন উপজেলার এওয়াজ পুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ওসমান বলীর পুত্র বোরাক ড্রাইভার আবু বকর সিদ্দিক বলীকে (৪৫) সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র কুপিয়ে হত্যা করে তার আড়াই লাখ টাকা মূল্যের বোরাকটি ছিনতাই করে নেওয়ার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় সে নিজ বাড়ি থেকে উপার্জনের আশায় বোরাক নিয়ে বের হয়ে ছেলে মো: আলমকে (১৭) ফোন করে জানায় সে গজারিয়া বাজারের আবডাউন (যাতায়াতের) একটি ভাড়া পেয়েছে।

রাত প্রায় দশটা পেরিয়ে গেলেও পিতার বাড়িতে ফেরা না হ ওয়ায় পরিবারের লোকজন হতাশা গ্রস্থ হয়ে খবর নেয়ার একপর্যায়ে ঢাকায় কর্মরত তাদের আত্মীয় ইমরানের মাধ্যমে ফেসবুকের সূত্রে জানতে পারেন লালমোহন উপজেলার কচুখালী ২ নং ওয়ার্ডে রাস্তার পাশে তার লাশ পড়ে আছে। ঘটনাটি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে এক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

পরে লালমোহন থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ড্রাইভার আবুবকরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেন।

আবুবকর ২ ছেলে ও ২ মেয়ের জনক। তিনি এক বছর পূর্বে ঋণ সহায়তা নিয়ে আড়াই লাখ টাকার এই বোরাকটি খরিদ করে উপার্জনের মাধ্যমে সংসার পরিচালনা করে আসছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD