Logo

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬

profile picture
উপজেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৩১ ডিসেম্বর, ২০২৫, ১৭:১১
2Shares
রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ এক নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত থেকে বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা পর্যন্ত চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রোশনারা (৪০), দেলোয়ার হোসেন (৪০), আবদুস সালাম (৪৮), মো. আরমান (২৫), মো. পারভেজ হোসেন (৩৪) ও মো. আলাউদ্দিন (২০)।

বিজ্ঞাপন

অভিযানে তাদের কাছ থেকে ৭৪৮ পিস ইয়াবা, ২৫ লিটার বাংলা মদ, ১৫০ পুরিয়া গাঁজা, বিভিন্ন দেশীয় অস্ত্র, ৪টি মোবাইল ফোন এবং প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD