বর্ষবরণে কুয়াকাটায় পর্যটকের ঢল

পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে সাগরকন্যা কুয়াকাটায় হাজারো পর্যটকের ভিড়।
বিজ্ঞাপন
পটুয়াখালী সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের খুব কাছ থেকে উপভোগ করা যায় সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য। তাই বছরের শেষ সূর্যাস্তকে বিদায় আর নতুন দিনের প্রথম সূর্যকে স্বাগত জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকতে আগমন ঘটেছে হাজারো পর্যটকের।
গতকাল মঙ্গলবার বিকাল থেকে সৈকতে এ সকল পর্যটকদের আগমন ঘটে। তবে গত বছরের তুলনায় এ বছর সৈকতে পর্যটকের সংখ্যা অনেকটা কম বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন। অনেকে নোনা জলো পা ভেজাচ্ছেন। কেউ বা আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। অনেকে আবার ঘোড়া কিংবা বিভিন্ন চরে বিভিন্ন স্পট ঘুরে দেখছেন। তবে শতভাগ হোটেল বুকিং না থাকলেও বুকিং রয়েছে ৫০ শতাংশ হোটেলের মোটেলর কক্ষ বুুকিং রয়েছে।
আরও পড়ুন: শ্রীনগরে বানিয়া বাড়িতে বসতঘর পুড়ে ছাই
বিজ্ঞাপন
আগামীকাল থেকে পর্যটকের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও থানা পুলিশের সদস্যরা মাঠে কাজ করছে।
সৈকতে বেঞ্চি ব্যবসায়ী রহমান বলেন, আজকে পর্যটক আসতে শুরু করেছে।আগামীকাল পর্যটক আসবে। তবে শীতটা একটু বেশী।
হোটেল খান প্যালেজের স্বত্যাধিকারী আ,রহিম খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর কারনে আজকে পর্যটক কম আসছে, তবে কালকে থেকে বেশ পর্যটক আসবে।
বিজ্ঞাপন
ঢাকা থেকে আসা পর্যটক মো, ছাব্বির বলেন, কুয়াকাটায় এসে দেখি এখানে অনেক শীত।শীতের কারনে বাহিরে বের হওয়া খুব কষ্টকর।কুয়াশার কারনে সূর্যের মুখই দেখা গেলোনা।
কুয়াকাটা হোটেল মোটেল অউনার এসোসিয়েশন সভাপতি মো: মোতালেব শরীফ জানান, এবার সাপ্তাহিক ছুটিতে ভাবছিলাম অনেক পর্যটক হবে।এখন দেখি প্রচুর শীত। শীতের কারনে পর্যটক কম আসছে।তবে প্রায় হোটেলে ৫০ শতাংশ রুম বুকিং রয়েছে। আগামীকালও পর্যটক আসবে।
বিজ্ঞাপন
কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক বলেন, কুয়াকাটায় পর্যটকের আগমন ঘটেছে, তবে শীতের কারনে একটু কম আসছে।আমরা পৌর প্রশাসন,টুরিস্ট পুলিশ ও উপজেলা প্রশাসন পর্যটকদের সেবায় নিয়োজিত আছি।






