মেহেরপুরে ককটেল বিস্ফোরণে বিকাশ দোকানে ছিনতাই

মেহেরপুরের তেরোঘরিয়া গ্রামে ককটেল ফাটিয়ে বিকাশ দোকান মালিক নাহিদ হাসানের কাছ থেকে দুই লাখ টাকা ছিনতাই করেছে একদল ছিনতাইকারীরা। এসময় নাহিদ হাসান আহত হয়েছেন। তিনি তেরোঘরিয়া গ্রামের বেগা শেখের ছেলে।
বিজ্ঞাপন
শুক্রবার (২ জানুয়ারি) রাত ১০ টার দিকে এঘটনা ঘটে। খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ জানায়, সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের মোবাইল টাওয়ারের পাশে নাহিদ হাসানের এমএস টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এর দোকান। রাত দশটার দিকে দোকান বন্ধ করার মুহুর্তে ৩ জন ছিনাতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে দোকান মালিক নাহিদ হাসান কে ভয়-ভীতি দেখিয়ে দোকানে বেচাকেনার নগদ দুই লাখ টাকা তার কাছে থেকে ছিনিয়ে নেয়। এসময় নাহিদ বাধা প্রদান করলে তারা রামদা দিয়ে আঘাত করে। ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ত্যাগ করে।
বিজ্ঞাপন
দোকান মালিক নাহিদ হাসান জানান, প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করছিলাম। এসময় তিনজন ছিনাতাইকারী দেশীয় অস্ত্র হাতে আমার উপর হামলা চালায়। এসময় তারা আমার কাছে থাকা নগদ ও বিকাশের লেনদেনের দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। আমি প্রতিরোধ করতে গেলে তারা একটি ককটেলের বিস্ফারন ঘটালে আমার হাতে আঘাত লাগে। স্থানীয় ভাবে প্রার্থমিক চিকিৎসা নিয়েছি।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইকারীদের ছোড়া ককটেলে বিকাশ দোকান মালিক নাহিদ আহত হয়েছেন। তার কাছে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
বিজ্ঞাপন








