পানছড়িতে লোগাং জোন কমান্ডারের শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা

পানছড়ি খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে খাগড়াছড়ির পানছড়িতে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩বিজিবি)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের ব্যবস্থাপনায় বৌদ্ধমনিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।
লোগাং জোনের দায়িত্বপূর্ণ বৌদ্ধমনিপাড়া, নতুন কচুছড়িমুখ এবং কেষ্টমনিপাড়া এলাকার প্রায় ৫০টি অত্যন্ত দরিদ্র ও অসহায় পাহাড়ি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-র অধিনায়ক ও লোগাং জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)।
বিজ্ঞাপন
শীতবস্ত্র বিতরণকালে জোন কমান্ডার বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি পাহাড়ের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো বিজিবির একটি নিয়মিত প্রক্রিয়া। তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করা হবে।
শীতবস্ত্র বিতরণ শেষে বৌদ্ধমনিপাড়া বিওপির সন্নিকটে স্থানীয় হেডম্যান, কারবারী ও সাধারণ জনগণের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যাটালিয়ন অধিনায়কের সভাপতিত্বে সভায় এলাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
সভায় অধিনায়ক এলাকার শান্তি-সম্প্রীতি বজায় রাখতে এবং উন্নয়নের গতি সচল রাখতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের অনুরোধ করেন।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় উপস্থিত হেডম্যান ও কারবারীরা বিজিবির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। তারা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করার বিষয়ে একমত পোষণ করেন।
এ সময় বিজিবির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।








