Logo

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ

profile picture
উপজেলা প্রতিনিধি
মাদারীপুর
২ জানুয়ারী, ২০২৬, ১৩:৩২
7Shares
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ঘন কুয়াশার কারণে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, পিকআপ ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামের একটি দ্রুতগামী বাস ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধবাহী কাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। একই সময় পেছন থেকে আসা একটি পিকআপ গাড়িও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে বাসের যাত্রীসহ কয়েকজন আহত হন।

বিজ্ঞাপন

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।

শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। এতে একটি বাস, একটি কাভার্ড ভ্যান ও একটি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনটি গাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD