ভেড়ামারায় শীতার্ত ৫০ পরিবারের পাশে দাঁড়াল সমাজসেবীরা

কুষ্টিয়ার ভেড়ামারায় তীব্র শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন শিশু তাহমিদ ফাউন্ডেশন। হাড় কাঁপানো শীতে জীবন-জীবিকা বিপর্যস্ত এসব পরিবারের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিজ্ঞাপন
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় পশু হাসপাতাল সংলগ্ন রেহেনা এন্টারপ্রাইজ অফিসে এই কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভেড়ামারা ল্যাব এইড ডায়গনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টে’র ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেল বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের উপদেষ্টা আতিয়ার রহমান মৃধা, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ালিউল ইসলাম ওলি, দৈনিক সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম, দৈনিক সংবাদ প্রতিনিধি প্রদীপ সরকার, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ প্রতিনিধি শামিমুল হক শামীম, ক্বারী ওসমান প্রমুখ।
বিজ্ঞাপন
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শীতার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক চাহিদা মেটানোই এই কম্বল বিতরণের মূল উদ্দেশ্য। সংগঠনটি স্থানীয়ভাবে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে বলে জানিয়েছে।








