Logo

কক্সবাজার সফরে তারেক রহমান, কর্মসূচিতে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
৬ জানুয়ারি, ২০২৬, ১১:৩৪
কক্সবাজার সফরে তারেক রহমান, কর্মসূচিতে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত
তারেক রহমান । ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের উদ্দেশ্যে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।

বিজ্ঞাপন

সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ১৮ জানুয়ারি তারেক রহমান কক্সবাজারে পৌঁছাবেন এবং শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের মাধ্যমে সফর শুরু করবেন।

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরে তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে যাচ্ছেন—এটি জেলার বিএনপি পরিবার ও নেতাকর্মীদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়।

বিজ্ঞাপন

এদিকে, কক্সবাজার সফরকালে তারেক রহমান যেন ২০২৩ সালের নভেম্বরে উখিয়ায় গুলিতে নিহত বিএনপি কর্মী জাগির হোসেনের পরিবারের খোঁজ নেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের অনেক নেতাকর্মী। তারা চান, দলের শীর্ষ নেতা সরাসরি শহীদ পরিবারের পাশে দাঁড়ান এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ শাকিল বলেন, স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে নিহত জাগির হোসেন ছিলেন একজন নিবেদিতপ্রাণ বিএনপি কর্মী। তিনি দুই শিশু সন্তান রেখে গেছেন। আমাদের আশা, তারেক রহমান উখিয়ায় এসে শহীদ জাগির হোসেনের কবর জিয়ারত করবেন এবং তার পরিবার ও এতিম সন্তানদের খোঁজ নেবেন। এটি আমাদের জন্য একটি বড় প্রাপ্তি হবে।

দলীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার সফরের আগেও একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি প্রায় ১৯ বছর পর বগুড়া সফর করবেন। পরদিন ১২ জানুয়ারি রংপুরে গিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর প্রবাসে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার দিন রাজধানীর তিনশ ফিট এলাকায় তাকে অভ্যর্থনা জানাতে লাখো নেতাকর্মী ও সমর্থক জড়ো হন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ওয়াসিম আকরাম। সে সময় তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং নগরীর চকবাজার এলাকায় একটি মেসে বসবাস করতেন। ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD