আলমডাঙ্গায় মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার যাদবপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা নাজমুল হক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ জানুয়ারী) বেলা ১২টার দিকে আলমডাঙ্গায় আসার পথে এ দুর্ঘটনা ঘটে বলেন জানা গেছে। নিহত নাজমুল হক আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত আইনাল মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে নাজমুল হক মোটরসাইকেলযোগে আলমডাঙ্গায় যাচ্ছিলেন। পথিমধ্যে যাদবপুরের কাছে পৌঁছালে বিড়ালে সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) বানী ইসরাইল জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে।








