Logo

চুয়াডাঙ্গা ১ আসনে ধানের শীষের প্রচারকারীকে জরিমানা

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
২২ জানুয়ারি, ২০২৬, ১৫:০১
চুয়াডাঙ্গা ১ আসনে ধানের শীষের প্রচারকারীকে জরিমানা
ছবি প্রতিনিধি।

নির্ধারিত সময়ের আগেই প্রচারণা(মাইকিং) শুরু করায় চুয়াডাঙ্গা ১ আসনের ধানের শীষের এক প্রচারকারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১ টা ৫০ মিনিটের সময় সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের পিটিআই মোড়ে এ অর্থদন্ডাদেশ দেয়া হয়।

দন্ডপ্রাপ্ত প্রচারকারী হাসান আলী (২৩) একই ইউনিয়নের খেজুরতলা গ্রামের হাতেম আলীর ছেলে।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণ বিধিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিংয়ে প্রচারণা চালানো যাবে। কিন্তু ধানের শীষের প্রচারকারী হাসান আলী নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই মাইকিং শুরু করেন। এ অপরাধে ওই প্রচারকারীকে ২ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম জানান, নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫ এর ১৭ এর ২ ধারা ভঙ্গের দায়ে ওই প্রচারকারীকে সতর্কতামূলক ২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD