চুয়াডাঙ্গায় প্রার্থীদের প্রচারণা শুরু

আনুষ্ঠানিক প্রচারণার শুরুর দিনই চুয়াডাঙ্গার দুটি আসনে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা-১ আসনের ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান আলমাডাঙ্গা উপজেলার পাঁচ কমলাপুর গ্রামে নিজের বাবা-মায়ের কবর জিয়ারত করে গণসংযোগ শুরু করেন। পরে আলমডাঙ্গা উপজেলা শহরে গিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মিছিল শুরু করেন।
বিজ্ঞাপন
এসময় সাধারন ভোটারদের কাছে লিফলেট ও হ্যান্ডবিল বিলি করেন ধানের শীষের প্রার্থী। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনাও করেন। দলীয় প্রতীকে স্লোগান দেন নেতাকর্মীরা।
গণসংযোগ শেষে প্রার্থী শরীফুজ্জামান বলেন, শুরুর দিন থেকেই মাঠে নেমেছি। প্রশাসন ও অন্যান্য রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা রাখি, আগামী ১২ তারিখ ভোটের দিন পযন্ত চুয়াডাঙ্গার নির্বাচনী পরিবেশ শান্ত ও সুষ্ঠু থাকবে। নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা ভুলে নির্বাচনকে উৎসবমুখর করতে সবার ভূমিকা রাখতে হবে।
বিজ্ঞাপন








