বাম্পার ফলনে ব্রি ধান১০৩, সুজানগরে উদ্ভাবনী মাঠ দিবস অনুষ্ঠিত

সুজানগরের কৃষি জমিতে নতুন যুগের ধান চাষের বার্তা। এলএসটিডি প্রকল্পের উদ্যোগে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন জাত ব্রি ধান১০৩ -এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে সুজানগর উপজেলার দুর্গাপুর মধ্যপাড়ায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কৃষি সম্প্রদায় উৎসবমুখর পরিবেশে অংশ নিয়েছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় সিরাজগঞ্জের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ও প্রধান ড. হীরেন্দ্র নাথ বর্ম্মন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলএসটিডি প্রকল্পের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মো: আনোয়ার হোসেন।
বিজ্ঞাপন
এতে বক্তব্য দেন কৃষি গবেষক ড. মো: মহি উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো: আসাদুজ্জামান, ব্রি আঞ্চলিক কার্যালয়ের মো: সেন্টু রহমান এবং কৃষক মো: রবিউল ইসলাম।
চলতি আমন ২০২৫ মৌসুমে এলএসটিডি প্রকল্পের আওতায় সুজানগর উপজেলায় ১ একরের ৭০টি প্রদর্শনীরাজ্য স্থাপন করা হয়েছে। ১ বিঘা (৩৩ শতক) জমিতে নমুনা ফসল কর্তনে ২৬ মণ ধান উৎপাদন করা হয়েছে, যা প্রচলিত জাতের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।
বিজ্ঞাপন
নতুন এই ধানজাতের জীবনকাল ১২৮-১৩৩ দিন হওয়ায় পিঁয় সরিষা চাষের জন্য কৃষকরা উপকৃত হচ্ছেন। এছাড়াও এটি পোকামাকড় ও রোগপ্রতিরোধী, ফলন বেশি এবং খড়ের মানও ভালো। মাঠ দিবসে ব্রির বিজ্ঞানীরা আশ্বাস দেন যে, ধান চাষের সকল আধুনিক কলাকৌশল কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
ব্রি ধান১০৩ – এটাই হবে সুজানগরের কৃষকদের নতুন আশা ও নতুন সম্ভাবনা।








