প্রকৃতির রঙে রঙিন করিমগঞ্জের বড় হাওর, ছড়িয়ে পড়ছে হুরহুরে ফুল

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বড়হাওরে প্রাকৃতিকভাবে ফুটে উঠেছে স্পাইডার ফ্লাওয়ার, স্থানীয়ভাবে পরিচিত মাকড়শা ফুল। হাওরের মাঝখানে সারি সারি এমন মনোরম ফুলেল দৃশ্য দেখতে সকাল থেকে বিকেল পর্যন্ত ভিড় জমাচ্ছেন স্থানীয় পর্যটক ও প্রকৃতিপ্রেমীরা।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, প্রতি বছর শীত মৌসুমে বড়হাওরে এ ধরনের ফুল ফুটলেও এবার ফুলের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হওয়ায় দর্শনার্থীদের উপস্থিতিও বেড়েছে। বিস্তীর্ণ হাওরের বুকে সাদা ও হালকা রঙের মাকড়শা ফুলের সমাহার প্রকৃতিকে করে তুলেছে আরও নয়নাভিরাম।
প্রকৃতির টানে আশপাশের গ্রাম ছাড়াও দূরদূরান্ত থেকে প্রতিদিনই মানুষ বড়হাওরে ছুটে আসছেন এই ফুল দেখতে। অনেকেই পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে এসে মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছেন।
বিজ্ঞাপন
দর্শনার্থীরা বলছেন, যেহেতু এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ফুলের ক্ষেত এবং এর দেখভালের জন্য কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষ নেই, তাই এই সৌন্দর্য টিকিয়ে রাখতে দর্শনার্থীদেরই সচেতন হতে হবে। তারা ফুল না ছেঁড়া, গাছ নষ্ট না করা এবং পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
প্রকৃতিপ্রেমীদের মতে, যথাযথ যত্ন ও সচেতনতা থাকলে বড়হাওরের এই প্রাকৃতিক ফুলেল সৌন্দর্য ভবিষ্যতেও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে








