Logo

কম খরছে লাভ বেশি, তিল চাষে স্বপ্ন দেখছেন কৃষকরা

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর
১৯ নভেম্বর, ২০২৫, ১৪:৪২
5Shares
কম খরছে লাভ বেশি, তিল চাষে স্বপ্ন দেখছেন কৃষকরা
ছবি প্রতিনিধি।

শেরপুরের নকলায় বিলুপ্তপ্রায় তিলের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকার অপেক্ষাকৃত অনুর্বর জমিতে ধানের ফলন কম হওয়ায় ও উৎপাদন খরচ বেশি হওয়ায় এ এলাকার কৃষকরা ধান ছেড়ে তিলসহ অন্যান্য শস্য আবাদে ঝুঁকছেন।

বিজ্ঞাপন

চাষের অনুকূল আবহাওয়া থাকা সত্বেও অল্পপরিমান জমিতে তিল চাষ করা হলেও, নকলার চন্দ্রকোনা, চরঅষ্টধর ও পাঠাকাটা ইউনিয়নের ব্রহ্মপুত্রের চরাঞ্চলে তিল গাছের সবুজের সমারোহ চোখে পরে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, চলতি মৌসুুমে উপজেলায় ১৪ থেকে ১৫ হেক্টর জমিতে তিল চাষ করা হয়েছে। এছাড়া সবজি খেতের বা অন্যান্য ফসলের আইলে তিলের আবাদ সবার নজর কেড়েছে। যা গেল বছরের তুলনায় প্রায় দেড়গুণ।

চন্দ্রকোনা ইউনিয়নের কৃষক সিমানুর রহমান সহ অনেকে জানান, কম খরচে লাভ বেশি হওয়ায় তিলের চাষাবাদে কৃষকরা ঝুঁকে পড়েছে।

বিজ্ঞাপন

তিল চাষে কোন খরচ নেই বললেই চলে। উৎপাদন খরচ কম, কিন্তু লাভ বেশি পাওয়ায় আগামীতে তিল চাষীর সংখ্যা ও জমির পরিমাণ অনেক বাড়বে এমনটাই আশাব্যক্ত করছেন চাষীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মুরসালিন মেহেদী জানান, তিল একটি গুরুত্বপূর্ণ তৈলজাত ফসল। এই ফসলটি অপেক্ষাকৃত কম উর্বর জমিতে ফলানো সম্ভব। এই ফসল আবাদে খরচ ও শ্রম কম লাগে। তিল অন্যান্য ফসলের আইলেও ফলানো যায়। তাই কৃষকরা দিন দিন তিল চাষে ঝুঁকছেন। মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ সেবা দিয়ে যাচ্ছেন বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD