মৌলভীবাজারের পান চাষে আগ্রহ হারাচ্ছেন খাসিয়ারা

মৌলভীবাজার জেলার উৎপাদিত খাসিয়া পানের সুনাম রয়েছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও। বিশেষত এ জেলায় বসবাসরত খাসিয়া জনগোষ্ঠীর কাছে খাসিয়াদের পান চাষ একটি ঐতিহ্যবাহী ও প্রধান জীবিকা।
বিজ্ঞাপন
বনের বিভিন্ন গাছ এবং সুপারি গাছের ওপর নির্ভর করে চাষ হয় এই পান। একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি অপর দিকে প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষীদেরকে সরকারি প্রণোদনা দেয়ার ব্যবস্থা না থাকায় সুস্বাদু খাসিয়া পান চাষে আগ্রহ হারাচ্ছেন খাসিয়ারা।
জানা যায়, মৌলভীবাজারে সবচেয়ে বেশি পান চাষ হয় শ্রীমঙ্গল উপজেলায়। মৌলভীবাজার জেলার কয়েকটি পুঞ্জিতে, পাহাড় বা টিলায় ঘর করে বসবাস করে খাসিয়া সম্প্রদায়ের মানুষ। পুরুষরা জুম দিয়ে পান এনে, মহিলা পান বাধে। প্রতিটি ঘরের সামনেই পান রাখার একটি বারান্দা রয়েছে। সিলেট অঞ্চলে খাসিয়াদের ৬৫ থেকে ৭০টি ছোট-বড় পুঞ্জি রয়েছে।
আরও পড়ুন: শুটকি উৎপাদনে ব্যস্ত শ্রমিকরা
বিজ্ঞাপন
জনসংখ্যায় তারা ৩০ হাজারের উপরে। আগে পান গুলো দেশের বাহিরে রপ্তানি হতো কিন্তু এখন পানগুলো রপ্তানি হচ্ছে না। তরুন ছেলেমেয়েরা পান চাষে অনিহা প্রকাশ করার কারণ পানের ব্যবহারটা ঠিকমতো হচ্ছে না।
জানা যায়, প্রতি সোম, শুক্রবারে পান তোলা হয়। স্থানীয়ভাবে ১৪৪টি পাতায় এক কান্তা এবং ৩০ বিড়া ১ কুড়ি। সে হিসেবে ১২টা পাতায় ১ চল্লি হয়। ১২ চল্লিয়ে ১ মোটা।
পান চাষের জানান আমাদের মা-বোনেরা পান বিক্রি করছে। আমরা সরকারের কাছে দাবি করি যে যদি আমাদেরকে লোন সিস্টেম করে দেয় তবে আগামীতে আমরা পান চাষ আরও ভালোভাবে সুন্দরভাবে করতে পারব। প্রতি কুড়ি পান বিক্রি হতো ১ হাজার থেকে ২ হাজার টাকায় আমরা বিক্রি করি। আমাদের বয়স্ক মহিলা পান তৈরি করে আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদের পান গোছার বা বাধার প্রতি কোন আগ্রহ নাই। আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে এখনো আমরা পান চাষে উৎসাহ হয়ে আছি নতুন প্রজন্ম যারা তারা পৃথিবীর সাথে তাল মিলাতে গিয়ে অন্য কিছু শিখতেছে। আমরা কেমনে বাঁচবো পানের দাম হলে না আমরা কিভাবে বাঁচবো।
বিজ্ঞাপন
আরও পড়ুন: শিবচরে কমলার বাগানে সাফল্যের জোয়ার
মাগুরছড়া পুঞ্জির মন্ত্রী জিডিশন প্রধান সুচিয়াং বলেন, আমাদের যারা কৃষক আছেন খাসিয়া জনগোষ্ঠীর তাদের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে যায়। আমাদের কাছ থেকে পান কিনে নিয়ে যায় ওইটা নিয়ে বাজারে এবং বাজারে তাদের সিন্ডিকেট আছে।
দেখা যায়, যে অর্থের অভাবে আমরা সঠিকভাবে পান চাষ করতে পারি না। এক্ষেত্রে যদি সঠিকভাবে রাষ্ট্রীয়ভাবে বা কৃষি বিভাগ থেকে আমাদেরকে সঠিকভাবে দৃষ্টি দেওয়া হয়। তাহলে ভালোভাবে উৎপাদন করতে পারবো এবং খাসিয়া জনগোষ্ঠী জীবন যাত্রা উপকৃত হতে পারব।








