রাবিতে কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে ছাত্রশিবিরের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের পূর্ণাঙ্গ শাটডাউনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবির মানববন্ধন করেন।
বিজ্ঞাপন
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন কর্মসূচিতে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, তাদের ঘোষিত শাটডাউন কর্মসূচি সম্পূর্ণ অযৌক্তিক। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কয়েকটি গোষ্ঠীর শিক্ষক দলীয় ব্যানারের আড়ালে এসে রাকসু নির্বাচন ও পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। হাজারো শিক্ষার্থী থাকা সত্ত্বেও তারা দেখিয়েছে ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী নেই। শেষ পর্যন্ত নির্বাচন পেছানোর মতো অপরাজনীতিতে তারা সফল হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, রাকসু নির্বাচন পিছানোই তাদের আসল উদ্দেশ্য নয়, মূল লক্ষ্য হলো একে পুরোপুরি বানচাল করা। ১৫ সেপ্টেম্বর থেকে ২৮, তারপর ২৫ সেপ্টেম্বর হয়ে এখন ১৬ অক্টোবর এভাবে বারবার তারিখ বদলে তারা সময়ক্ষেপণ করছে। শেষে হয়তো ঘোষণা দেবে, এ বছর রাকসু আর সম্ভব নয়। ৩৫ বছর পর নির্বাচন বানচালের এ প্রচেষ্টা শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না।
শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফরসাল বলেন, ক্যাম্পাসের যে অচল অবস্থা তৈরি হয়েছে তা পরিকল্পিতভাবে করা হচ্ছে। নির্দিষ্ট একটি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচনকে তিন তিনবার পেছানো হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এক গোষ্ঠী ১৬ তারিখের আগে এই কোটাকে পুনরায় সামনে এনে আবারো নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে। যারা এই ষড়যন্ত্র করছেন তাদেরকে শিক্ষার্থীরা কখনো ক্ষমা করবে না।
এসময় শাখা ছাত্রশিবিরের প্রায় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ২১ তারিখ টানা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষক-কর্মচারীরা।








