জকসু নির্বাচনে প্রার্থী হচ্ছেন কারাবন্দি সেই খাদিজা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। আওয়ামী লীগের আমলে তিনি সাইবার সিকিউরিটি আইনের মামলায় ১৫ মাস কারাভোগ করেছিলেন।
বিজ্ঞাপন
সম্প্রতি এক বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খাদিজা জানিয়েছেন, তিনি জেনারেল সেক্রেটারি (জিএস) বা অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন। তবে কোন প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো চূড়ান্ত করেননি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন বলেও জানিয়েছেন তিনি।
খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২০ সালের অক্টোবরে অনলাইনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সমালোচনামূলক বক্তব্য প্রচারের অভিযোগে কলাবাগান ও নিউমার্কেট থানায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তিনি প্রায় ১৫ মাস কারাবন্দি ছিলেন।
বিজ্ঞাপন
শিক্ষাঙ্গনে রাজনৈতিক অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে খাদিজা বলেন, আমি সবসময় বিশ্বাস করি, শিক্ষার্থীরা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার বড় শক্তি। জকসু নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে আমি সেই আদর্শকে আরও শক্তভাবে তুলে ধরতে চাই।
আরও পড়ুন: রাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বিরতির পর জকসু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনী উত্তাপ ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।








