এয়ারপোর্টের ঘটনা আ.লীগের চিরাচরিত চরিত্র: বিএনপি মহাসচিব

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল, যুক্তরাষ্ট্রের ঘটনায় সেটা আবারও প্রমাণিত হয়েছে।
বিজ্ঞাপন
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিক্রিয়ায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, এয়ারপোর্টের ঘটনা, এটা আওয়ামী লীগের চিরাচরিত চরিত্র। এই ঘটনায় তারা যে সন্ত্রাসী দল, সেটা আবারও প্রমাণ করেছে। তারা অন্যায়ের জন্য, অপশাসনের জন্য যে বিন্দুমাত্র অনুশোচনা করে না- সেটাই প্রমাণ করেছে।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল ক্ষোভের সুরে বলেন, আখতারের (এনসিপির সদস্যসচিব আখতার হোসেন) ওপরে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, সংবাদমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সকলে দেখেছেন। এহেন ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
আরও পড়ুন: এনসিপির মার্কা শাপলাই হতে হবে: সারজিস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরে বিমানবন্দরের টার্মিনালে আওয়ামী লীগের নেতাকর্মীদের হেনস্তার শিকার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ঘিরে ইউনূসবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি তুমুল গালিগালাজ করেন। এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের গায়ে ডিমও ছোড়া হয়।