এনসিপির মার্কা শাপলাই হতে হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক না পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ইসি সচিব বলেছেন, মার্কার তালিকায় শাপলা নেই তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। এর মানে কোনো আইনগত বাধা নেই, শুধু তালিকায় না থাকার কারণে প্রতীক দেওয়া যাচ্ছে না।”
তিনি আরও লিখেছেন, “যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের আবেদন করে, সেদিনই স্পষ্টভাবে জানায় যে শাপলা প্রতীক চায়। তাহলে তালিকায় শাপলা যুক্ত করার দায়িত্ব কার ছিল? এতদিন কি কমিশনে বসে নাটক দেখেছে, নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো দল বা এজেন্সির কথামতো চলেছে?”
বিজ্ঞাপন
সারজিস আলমের মতে, “সব ধরনের ভণ্ডামি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির প্রতীক শাপলাই হতে হবে। অন্য কোনো বিকল্প নেই। নাহলে নির্বাচনের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে, আর কে ক্ষমতায় গিয়ে কীভাবে ‘মধু খাওয়ার’ স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব।”
আরও পড়ুন: হরিণের দেখা মিলেছে সাতছড়ি জাতীয় উদ্যানে
এর আগে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, তালিকায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়। তিনি জানান, বিকল্প প্রতীকের জন্য এনসিপিকে আবেদন করতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া তিনি আরও জানান, আগামী রোববার থেকে নির্বাচন কমিশনের সংলাপ কার্যক্রম শুরু হবে। শুরুতে অংশ নেবেন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা। নির্বাচনী আচরণবিধি ও প্রতীকসংক্রান্ত ভেটিং শেষ করে সংশোধিত তালিকা কমিশনে জমা পড়েছে, তবে তাতে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত নেই।