রাবিপ্রবিতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন ম্যানেজমেন্ট সেল’ চালু

পার্বত্য চট্টগ্রামে উচ্চশিক্ষা ও গবেষণার মান উন্নয়নের লক্ষ্যে একের পর এক নতুন অধ্যায়ের সূচনা করছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি চালু হয়েছে ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন ম্যানেজমেন্ট সেল’ যা গবেষণাভিত্তিক কার্যক্রম আরও সমন্বিত, সহজ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ২য় তলায় রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেলের আনুষ্ঠানিক সূচনা করা হবে। যেখানে থাকবে কম্পিউটার ল্যাব ও মলিকুলার বায়োলজি ল্যাব। এছাড়াও রিসার্চ সেলের জন্য প্রায় ৩০ লাখ টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে বলে জানা যায়।
বিজ্ঞাপন
রিসার্চ অ্যান্ড ইনোভেশন ম্যানেজমেন্ট সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. আবদুল্লাহ আল মামুন আমাদের জানান, রিসার্চ সেল থেকে প্রতিবছর একবার গবেষণা প্রকল্প আহবান করা হবে এবং প্রতিটি গবেষণা প্রকল্পের অনুকূলে গবেষকদের ১ লাখ হতে ৩ লাখ পর্যন্ত টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে।
রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আতিয়ার রহমান বলেন, গবেষণা ও উদ্ভাবন জোরদার করতে আমরা ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন ম্যানেজমেন্ট সেল’ প্রতিষ্ঠা করেছি। এই সেল আমাদের গবেষণাকে আন্তর্জাতিক প্লাটফর্মে তুলে ধরবে এবং পাহাড়ের উন্নয়নে ভূমিকা রাখবে।
উপাচার্য আরও জানান, এখন থেকে রাবিপ্রবির কোনো গবেষকের গবেষণা কিউ১ জার্নালে প্রকাশিত হলে তাকে বিশেষ সম্মানী প্রদান করা হবে এবং পদোন্নতির ক্ষেত্রে গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও শীঘ্রই পিএইচডি প্রোগ্রাম চালুর পরিকল্পনার বিষয়ে জানান তিনি।
বিজ্ঞাপন
এদিকে, গবেষণা বৃদ্ধিতে রাবিপ্রবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গবেষকরা। গবেষণা সহায়তা ও তহবিল নিশ্চিত করার ফলে রাবিপ্রবি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখবে বলে আশাবাদী তারা।