Logo

বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিতে ১৩টি বাস সুবিধা দিল ইবি

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৯ অক্টোবর, ২০২৫, ১৮:১৫
23Shares
বিসিএস পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিতে ১৩টি বাস সুবিধা দিল ইবি
ক্যাম্পাস প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় যাতায়াত সুবিধা নিশ্চিতে বিনামূল্যে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে শাখা ছাত্রদল ও শিবিরের সহযোগিতায় ১৩টি বাস সার্ভিস প্রদান করেছে প্রশাসন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বাসগুলো ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। পরীক্ষার্থীরা শুক্রবার (১০ অক্টোবর) রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

জানা গেছে, প্রথমদিকে শাখা ছাত্রশিবিরের আহ্বানে ৩০০ শিক্ষার্থী বাস সার্ভিসের জন্য রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। তবে সীমিত আসন পূর্ণ হওয়ার কারণে রেজিষ্ট্রেশন করতে পারছে না বলে অভিযোগ করেন বিসিএস পরীক্ষার্থীরা। পরপরই শাখা ছাত্রদলের উদ্যোগে যারা ইচ্ছুক তাদের সবাইকে সুযোগ দিতে হবে মর্মে উপাচার্যের সঙ্গে আলোচনা করেন। প্রয়োজনীয় সংখ্যক বাস সার্ভিস প্রদানের দাবি জানিয়েছে ছাত্রদল। পরবর্তীতে আরও ৩৫৯ জন পরীক্ষার্থী রেজিষ্ট্রেশন করায় অতিরিক্ত ৭টি বাস সার্ভিস দিচ্ছেন প্রশাসন। এতে মোট ১৩টি বাস সার্ভিস পাচ্ছে পরীক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “শিক্ষার্থীদের মানসিক চাপ কমিয়ে পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণে এই উদ্যোগ সহায়তা করবে। এই প্রয়োজনীয়তা অনুভব করে— আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে পরিবহন প্রশাসক মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করি এবং আমাদের দাবিটি তুলে ধরি। পরবর্তীতে, মাননীয় উপাচার্য (ভিসি) স্যারের কাছেও আমরা একই দাবির কথা জানিয়েছি। মাননীয় উপাচার্য স্যার আমাদের দাবি পূরণ করেছেন। আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ জানান, “দেখা গেল ৩০০ জন সীমিত আসন পূর্ণ হওয়ায় এ সুযোগ থেকে অনেক পরীক্ষার্থী বঞ্চিত হচ্ছিল। প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন গাড়ি ভাড়া করে দিবে। রেজিষ্ট্রেশনকৃত সকল শিক্ষার্থীদের এ সুবিধার ব্যবস্থা করবে এটাই আমাদের দেখার বিষয়।”

এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, “প্রথমে শাখা ছাত্রশিবিরের প্রতিনিধি লিখিত দাবি নিয়ে আসছিলেন, আমাদের ক্যাপাসিটি অনুযায়ী ৬টি বাস সার্ভিস দেয়ার সিদ্ধান্ত হয়। পরে ছাত্রদল উপাচার্য মহোদয়কে আরও বাড়ানোর দাবি জানায়। এরই প্রেক্ষিতে দাবি পূরণের আশ্বস্ত করলে সংখ্যানুপাতিক ভাড়া বাস হলেও আরও ৭টি বাস সার্ভিস দেয়া হয়।”

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD