Logo

গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের ১৬ দফার ইশতেহার ঘােষণা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৯ অক্টোবর, ২০২৫, ১৪:২০
27Shares
গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের ১৬ দফার ইশতেহার ঘােষণা
ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ এবং সিনেট এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাম ধারা সমর্থিত ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার পাঠ করেন ছাত্র ইউনিয়নের সাবেক শিক্ষা ও গবেষণা সম্পাদক জাহিদ হাসান।

ঘোষণাকৃত ইশতেহারগুলাে হলো

রাকসুর কাঠামাে সংস্কার ও ক্ষমতা বৃদ্ধি করে একাডেমিক ক্যালেন্ডারে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে শিক্ষার মানোন্নয়নে আইএমএফ ও বিশ্বব্যাংকের পরামর্শে ইউজিসির কৌশলপত্র বাতিলে আন্দোলন গড়ে তোলা।

গবেষণায় অগ্রাধিকার এবং বাজেটের ১০ শতাংশ গবেষণা খাতে বরাদ্দ করা।

আবাসন সংকট নিরসনে হলে সন্ত্রাস-দখলদারিত্ব বন্ধ করা এবং পুরাতন ভবন সংস্কার।

বিজ্ঞাপন

লাইব্রেরি সেমিনার ও রিডিংরূম সপ্তাহে ২৪ ঘণ্টা খোলা রাখা এবং নতুন এডিশনের বই যুক্ত করা।

খাদ্য ও পুষ্টিমান সুরক্ষায় ক্যান্টিনের পাশাপাশি প্রশাসনিক তত্ত্বাবধানে ডাইনিং চালু রাখা।

শারীরিক ও মানসিক স্বাস্থ সুরক্ষায় রাবি মেডিকেল সেন্টারকে ৫০ শয়্যায় উন্নীতকরণ ও বিশেষজ্ঞ চিকিৎসক নার্স এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা।

বিজ্ঞাপন

নারী বান্ধব ক্যাম্পাসের লক্ষ্যে সাইবার সুরক্ষা ও চলাফেরার স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।

অন্যান্য ইশেতহারগুলো হলো

বিজ্ঞাপন

সকল জাতিসত্তার অধিকার নিশ্চিতকরণ।

প্রকাশনা সংস্থাকে সচল করা।

সাহিত্য এবং সংস্কৃতি, পরিবহণ, ক্রীড়া, পরিবেশ প্রতিবেশ ও মুক্ত পরিসর সুরক্ষা।

বিজ্ঞাপন

গণতন্ত্র স্বায়ত্তশাসন ও মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন ইত্যাদি৷

উল্লেখ্য, পুনর্বিন্যস্ত তপশিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD