৭ কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

দাবি পূরণের আন্দোলন আরও তীব্র করার ঘোষণা দিয়েছে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী আগামী সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত হবে ‘লং মার্চ টু শিক্ষা ভবন’।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা এ কর্মসূচির ঘোষণা দেন।
তারা বলেন, “আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি, যেখানে এক কদম পিছিয়ে আসা মানে বছরের পর বছর ধরে গড়ে ওঠা আশা ও আত্মত্যাগকে মাটিতে মিশিয়ে দেওয়া।”
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষাকের মৃত্যু
বিজ্ঞাপন
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহু প্রতীক্ষিত অধ্যাদেশ এখনও জারি না হওয়ায় তারা চরম অনিশ্চয়তায় রয়েছেন। তাদের দাবি, “অধ্যাদেশ অবিলম্বে জারি করতে হবে, অন্যথায় আন্দোলন আরও কঠোর রূপ নেবে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “এ ২৪-২৫ সালের যে আন্দোলন শুরু হয়েছে, তা কেবল দাবি নয় -এটা অস্তিত্বের লড়াই। সাত কলেজের ইতিহাসে এমন সংগঠিত, পরিকল্পিত ও পরিণত আন্দোলন এর আগে দেখা যায়নি।”
বিজ্ঞাপন
শিক্ষার্থীরা জানান, তারা এখন ‘শেষ পদক্ষেপ’ নিতে প্রস্তুত। আন্দোলন যেন আরও বিস্তৃত আকার ধারণ করে, সে জন্য রাজধানীর বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।